খাগড়াছড়ির মানিকছড়িতে মহিলা দলের সম্পাদিকা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ি মানিকছড়িতে দলীয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর হয়েছে ইউনিয়ন মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনুর (৪০) বেগম। রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তিনটহরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে তিনটহরীর শান্তিনগর এলাকার মৃত ফয়েজ আহম্মদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পারবিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে মহিলা দলের মতবিনিময় সভায় যোগ দিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার তিনটহরী বাজারে রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামের দিক থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে শাহিনুর নামের ঐ মহিলা সড়কে পড়ে যায়। এতে তার মাথায় ও পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘাতক ট্রাকটি উপজেলা সদরের মহামুনি এলাকায় আটক করে স্থানীয়রা। সেখানে উৎসুক জনতা চালক আকবরকে উত্তমমধ্যম দিলে সেও আহত হন। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত মহিলার মাথায় ও পায়ের অবস্থা গুরুতর। তাই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক পাঠানো হয়েছে। আহত আকবর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরপরই খোঁজখবর নিতে মেডিকেলে ছুটে যান উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মোঃ মীর হোসেনসহ সিনিয়র নেতৃবৃন্দরা। বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক তার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি পরিপূর্ণ চিকিৎসা খরচ বহণ করা হবে বলেও জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি আরও জানান, আহত শাহিনুরকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার লক্ষে সেখানে বিএনপির নেতাকর্মীরা যোগাযোগ করেছেন, যাতে দ্রুত তার চিকিৎসা করা সম্ভব হয়।
মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে এবং আহত চালক পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।