[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

শিশুদের টাইফয়েড টিকা দিয়ে আমরাও চাই আমাদের প্রজম্মরা যাতে সুস্থ থাকে

।। মিলটন বড়ুয়া ।।
জীবাণুর সাথে মোকাবেলা করতে করতেই আমাদের বসবাস করতে হবে। শুধু আমাদের দেশ নয় পৃথিবীর অনেক দেশও টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকতে কাজ করছে। টাইফয়েড জ¦র বা রোগ হলে কোন ভয় নয় চিকিৎসা নিলেই সুস্থ হয়। বৃস্পতিবার (৯অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা তথ্য অফিস এর আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভায় বিজ্ঞ বক্তারা এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মোঃ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে টাইফয়েড রোগ বিষয়ে গুরুতাবপূর্ণ বক্তব্য রাখেন, মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, জেলা প্রশাসক, রাঙ্গামাটি, অনসুয়া বড়–য়া, সিনিয়র তথ্য কর্মকর্তা, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম, ডাঃ নূয়েন খীসা, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন, ইকবাল বাহার চৌধুরী, পরিচালক ইসলামী ফাউন্ডেশন, রাঙ্গামাটি, রাহুল বণিক, উপপরিচালক জেলা তথ্য অফিস, মৈত্রী সেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও উপস্থিত ছিলেন, আনোয়ার আলক হক, সম্পাদক, দৈনিক রাঙ্গামাটি, মিলটন বড়–য়া, সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক পাহাড়ের সময়, নন্দন দেব নাথ, সভাপতি সাংবাদিক ফোরাম, শান্তি ময় চাকমা, সভাপতি জার্ণালিষ্ট নের্ট ওয়ার্ক, জেলা তথ্য অফিসের পদস্ত কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

টাইফয়েড টিকাদান বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, সাংবাদিক বা গণমাধ্যম হলো সরকারের চতুর্থ অংশ। আমরা গণমাধ্যমের সহযোগীতা চাই। জনগণের মাঝে যে কুসংস্কার কাজ করে তা দূর করতে এবং সেগুলোকে প্রতিহত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জাতীকে টাইফয়েড রোগ থেকে মুক্ত রাখতে টিকাদান ক্যাম্পেইন, তাই আমরা চাই আপনাদের সার্বিক সহযোগীতা। আমাদের প্রজম্মকে সুরক্ষা দিতে এবং রাখতে সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং উদ্যোগ বাস্তবায়নে সকল শ্রেণী পেশার মানুষের এগিয়ে আসার আহŸান করছি।

অনসুয়া বড়–য়া, সিনিয়র তথ্য কর্মকর্তা বলেন, জীবাণুর সাথেই আমাদের মোকাবেলা করতে করতেই বসবাস করতে হবে এবং চাই। টাইফয়েড রোগ থেকে প্রজম্মকে মুক্ত রাখতে দেশ এবং বিদেশের অনেক রাষ্ট্রও এখন গুরুত্ব সহকারে কাজ করছে। আমরাও চাই আমাদের প্রজম্মরা যাহাতে সুস্থ থাকে। রোগ থেকে বাঁচতে হলে অবশ্যই মনে রাখতে হবে পঁচাবাসি খাবার টাইফয়েড হবে আবার। আমাদের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ও ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সের সকল শিশুদের টাইফয়েড টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। জনসার্থে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা আমরা চাই।

নূয়েন খীসা, সিভিল সার্জন বলেন, টাইফয়েড রোগ হলে কোন ভয় নেই, চিকিৎসা নিলেই সুস্থ হয়। প্রজম্মকে এবং জাতীকে টাইফয়েড রোগ থেকে মুক্ত রাখতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন জরুর আগামী প্রজম্মের জন্য। এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ এন্টিবায়োটিক ঔষুধ সেবন করবেন না এবং ঘরের কাউকে সেবন করতে দেবেন না। টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকতে হলে নিরাপদ পানি ও খাবার অবশ্যই খেতে হবে। তবে খাবার খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে খেতে হবে। সরকার টিকা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে বাজারে এই টিকা দুই থেকে আড়াই হাজার টাকা, অথচ সরকার এই টিকা দিচ্ছে একেবারে বিনামূল্যেই। আপনার সন্তানকে টাইফয়েড মুক্ত করতে অবশ্যই টিকা দিন এবং অন্যকেউ উৎসাহ করুন।