রাজস্থলীতে কঠিন চীবর দান উপলক্ষে সর্বাত্মক নরাপত্তা ব্যবস্থা জোরদার
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজস্থলী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। উৎসব চলাকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করবে।
রবিবার (১২অক্টোবর) সকালে রাজস্থলী উপজেলা মডেল মসজিদ হল রুমে আয়োজিত মত বিনিময় সভায়, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথি সাব জোন অধিনায়ক মেজর জিয়াউর রহমান সকলের সহযোগিতা কামনা করেন এবং উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।
সভায় বিহার ও জনপ্রতিনিধি হেডম্যান কার্বারী ইমাম সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা বিহারকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার ও সাব জোন কমান্ডার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বিহারের প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন, স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং প্রবেশপথে দিকনির্দেশনামূলক প্যানাফ্লেক্স টানানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সাব জেন কমান্ডার বলেন, রাজস্থলীতে বর্তমানে সকল জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় আছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি এই সুন্দর ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার জন্য রাজস্থলী উপজেলার সকল নাগরিক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এই সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মত বিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাঙ্গালহালিয়া ক্যাম্প কমান্ডার মেজর মোঃ তানভীর হাসান সিফাত, মেডিকেল অফিসার ডাঃ নওশার খান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক আজগর আলী খান, কৃষি অফিসার শাহরিয়াজ বিশ্বাস, বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, রেজাউল করিম, হেডম্যান প্রেমা তালুকদার, উথিনসিন মারমা, বৌদ্ধ বিহারের ভান্তে বাবলু তঞ্চঙ্গ্যা, মৌলনা মফিজ,পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিম সহ বিভিন্ন গনমাধ্যম কর্মী।
রাজস্থলীতে কঠিন চীবর দান উপলক্ষে সর্বাত্মক নরাপত্তা ব্যবস্থা জোরদার
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজস্থলী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। উৎসব চলাকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করবে।
রবিবার (১২অক্টোবর) সকালে রাজস্থলী উপজেলা মডেল মসজিদ হল রুমে আয়োজিত মত বিনিময় সভায়, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথি সাব জোন অধিনায়ক মেজর জিয়াউর রহমান সকলের সহযোগিতা কামনা করেন এবং উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।
সভায় বিহার ও জনপ্রতিনিধি হেডম্যান কার্বারী ইমাম সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা বিহারকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার ও সাব জোন কমান্ডার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বিহারের প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন, স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং প্রবেশপথে দিকনির্দেশনামূলক প্যানাফ্লেক্স টানানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সাব জেন কমান্ডার বলেন, রাজস্থলীতে বর্তমানে সকল জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় আছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি এই সুন্দর ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার জন্য রাজস্থলী উপজেলার সকল নাগরিক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এই সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মত বিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাঙ্গালহালিয়া ক্যাম্প কমান্ডার মেজর মোঃ তানভীর হাসান সিফাত, মেডিকেল অফিসার ডাঃ নওশার খান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক আজগর আলী খান, কৃষি অফিসার শাহরিয়াজ বিশ্বাস, বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, রেজাউল করিম, হেডম্যান প্রেমা তালুকদার, উথিনসিন মারমা, বৌদ্ধ বিহারের ভান্তে বাবলু তঞ্চঙ্গ্যা, মৌলনা মফিজ,পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিম সহ বিভিন্ন গনমাধ্যম কর্মী।