রাঙ্গামাটির রাজস্থলীতে শিশুদের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। শিশুদের টাইফয়েড সুরক্ষা দিতে রাজস্থলী উপজেলার ছাত্র-ছাত্রীসহ শিশুদেরকে টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। রবিবার (১২ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাস ব্যাপী এ টাইফয়েড টিকা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকালে রাজস্থলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নওশার খান। বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী প্রমূখ। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকলেও শিশুরাও এই টিকার আওতায় থাকবে, যাতে কেউ বাদ না পড়ে। বক্তারা আরও বলেন, এটি দেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকা কর্মসূচি। স্বাস্থ্য সুরক্ষায় অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে সকলে শিশুকে এই টাইফয়েড টিকা নিতে অভিভাবকদের প্রতি আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।