রাঙ্গামাটিতে অস্ত্র সহ ইউপিডিএফ এর দুই সদস্য আটক
\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি নামক এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ এর দুই সদস্যকে অস্ত্র সহ আটক করেছে নোবাহিনীর সদস্যরা। শনিবার (১১অক্টোবর) বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলাচলরত যানবাহনে অভিযান ও তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ ও সেনা সুত্র জানিয়েছে।
সেনা ও পুলিশ সুত্র জানায়, ইউপিডিএফ এর দুই সদস্য অস্ত্র সহ তাদের গন্তব্যে গাড়িযোগে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক চেকপোস্ট বসিয়ে উপজেলার বগাছড়ি নামক এলাকায় যানবাহনে তল্লাসী চালায় সেনা সদস্যরা। এরই মধ্যে মোটরসাইকেল যোগে আসা দুই যুবক বগাছড়ি এলাকায় সেনা তল্লাসী চালাতে দেখে চলে যেতে চেষ্টা করলে সাথে সাথেই সেনা সদস্যরা তাদের দাঁড় করিয়ে তল্লাসী চালায়। পওে তাদেও কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, দুটি মোবাইল, নগদ টাকা ও ওয়াকিটকি সেট ১টি উদ্ধার করা হয়। আটক দুই যুবক কার্মা চাকমা ও লেলিন চাকমাকে জিজ্ঞাসাবাদ করলে তারা ইউপিডিএফ এর সদস্য বলে জানায়।
সেনা সুত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ মানুষের জানমালের নিরাপত্তায় সেনা বাহিনী সর্বদা প্রস্তুত। মানুষের কল্যানে এমন অভিযান অব্যাহত থাকবে।