[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিতমাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিবাড়ি ও চিকিৎসা ভাতার দাবিতে মাটিরাঙ্গায় শিক্ষকদের কর্মবিরতিবান্দরবানের রুমায় অসহায়দের মাঝে সমাজ কল্যাণ পরিষদের অনুদান বিতরণধানে শীষে ভোট চেয়ে দীঘিনালায় বিএনপি গণসংযোগ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের লামায় ৩৬১০৩ জন শিশু পাবে টাইফয়েড টিকা

|| নিজস্ব প্রতিবেদক ||
বান্দরবানের লামায় ৩৬ হাজার ১০৩ জন শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। ইতোমধ্যে উপজেলার প্রায় ৯৫ শতাংশ শিশু অনলাইনে টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম। এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আগামীকাল রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টাইফয়েড টিকাদান কার্যক্রম। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে। এই টিকা শিশুকে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষা দেবে।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম আরও বলেন, উপজেলায় স্কুল পর্যায়ে ১০ দিন ধরে ১৯৪ টি কেন্দ্রে ২৫৭৯৬ জন শিশুকে টিকা দেয়া হবে। কমিউনিটি পর্যায়ে ১৪৩টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে ১০৩০৭ জন শিশুকে টাইফয়েড টিকা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। অভিভাবকেরা তাদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে সন্তানদের টিকা দিতে পারবেন। কোনো কারণে অনলাইনে রেজিস্ট্রেশন না হলে সরাসরি কেন্দ্রে গিয়েও টিকা নেওয়া যাবে।

এই কর্মসূচি সরকারের সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য টাইফয়েড জ্বর থেকে শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা। আগামীকাল রবিবার (১২ অক্টোবর ২০২৫ইং) সকাল সাড়ে ৯টায় লামার নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।