কাপ্তাইয়ে টাইফয়েড ভ্যাকসিন প্রদানের কার্যক্রম উদ্বোধন
|| কাপ্তাই উপজেলা প্রতিনিধি ||
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় টাইফয়েডের ভ্যাকসিনেশন ক্যাম্পিং উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় কাপ্তাই শিলছড়ি দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় এই ক্যাম্পিং এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমাসহ মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা জানান, সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় রবিবার (১২অক্টোবর) সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৯টি বিদ্যালয়ে মোট ৯টি টীম টাইফয়েডের টিকা প্রদানের কার্যক্রমে একযোগে অংশ নিয়েছেন। চলবে আগামী মাসের ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতি টীমে ২জন কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক রয়েছেন।
কাপ্তাই উপজেলায় ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১৫ হাজার ২ শত ৪০ জনকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা উপজেলার বিভিন্ন টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন।