[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানুষকে হিংসামুক্ত থাকা প্রয়োজন প্রজম্মকে সুন্দর পথে এগিয়ে নিতে: রাঙ্গামাটি জেলা প্রশাসক

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বুদ্ধের অহিংসার বাণী ধারণ করেই বৌদ্ধ সমাজের সকল উন্নয়নের সমৃদ্ধি হবে। সমাজের সকল শ্রেণীর মানুষকে হিংসামুক্ত থাকা প্রয়োজন প্রজম্মকে সুন্দর পথে এগিয়ে নিতে। খাগড়াছড়িতে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল তা আমাদেরকেও ভাবিয়ে তুলেছিল। আমরা সকল স্তরের মানুষ সতর্ক ছিলাম তাই শান্তিপূর্ণ পরিবেশেই আছি। মঙ্গলবার (৭অক্টোবর) রাঙ্গামাটির আসামবস্তীস্থ বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারে দানোত্ত কঠিন চীবর দান-২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ এসব কথা বলেন।

বিহারের ২৬তম কঠিন চীবর দান অনুষ্ঠানে বিহার অধক্ষ্যের সভাপতিত্বে করুনা পাল মহাথের, বিশেষ অতিথি ছিলেন, ড. এসএম ফরহাদ হোসেন, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি, লেঃ কর্ণেল রাহাত, রাঙ্গামাটি জোন কমান্ডার, ৩০৫ পদাতিক ডিভিশন ও মোঃ মোবারক হোসেন, প্রশাসক, রাঙ্গামাটি পৌরসভা, দীপন তালুকদার দীপু, সভাপতি রাঙ্গামাটি জেলা বিএনপি। এছাড়া বক্তব্য রাখেন, জুঁই চাকমা, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কাস পাটি, রাঙ্গামাটি জেলা শাখা, এতে সুভচ্ছা বক্তব্য রাখেন, চীবর দান উদযাপন কমিটির আহŸায়ক নির্মল বড়ুয়া মিলন।

প্রধান আতিথি আরো বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের বিহারে বিহারে মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা অবশ্যই আশাবদী এ অনুষ্ঠান সুন্দরভাবেই হবে। পার্বত্য চট্টগামে বিভিন্ন জনগোষ্ঠী এখানে রয়েছে, দিন শেষে অমরা সবাই এক সাথেই থাকবো। খাগড়াছড়িতে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল তা আমাদেরকেও ভাবিয়ে তুলেছিল। তবে অমরা তাৎক্ষনিক সবাইকে নিয়ে সভা করেছি এবং সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগীতা করেছেন তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অমরাও ভগবানের কাছে কৃপা প্রার্থনা করি যাহাতে সবাই শান্তি ও সম্প্রীতির মধ্যেই থাকতে পারি। আমি সকল সম্প্রদায়ের কল্যাণ কামনা করছি।

ড. এসএম ফরহাদ হোসেন, পুলিশ সুপার বলেন, চীবর দান অনুষ্ঠানের শান্ত পরিবেশ আমাকেও আন্তরিক করেছে। এখানকার বৌদ্ধ সকল জনগোষ্ঠীর অংশ গ্রহন সত্যি আমাকে অভিভুত করেছে। এখানকার সম্প্রীতি রক্ষায় এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাহাতে না ঘটে তার জন্য আমরাও সজাগ রয়েছি।

লেঃ কর্ণেল রাহাত, জোন কমান্ডার বলেন, শীল, সমাধি প্রজ্ঞা বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সকলের উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও কল্যানের কাজে আরো এগিয়ে যেতে হবে। আজকে এই পূন্যানুষ্ঠানে সকল সম্প্রদায়ের মঙ্গল কামনা করছি।

দীপন তালুকদার দীপু, সভাপতি, রাঙ্গামাটি জেলা বিএনপি বলেনে, আমরা সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীকে সাথে নিয়েই উন্নয়নে এগিয়ে যেতে চাই। আগামীতেও আমাদের কাছে কোন বৈষম্য হওয়ার সম্ভাবনা নেই। অমরাও চাই সম্প্রীতির মধ্যে থাকতে। ভবিষ্যতে বুদ্ধাঙ্কুর বিহারের উন্নয়নে যা সহযোগীতা প্রয়োজন অমরা অবশ্যই করব।