বিশ্ব জলাতঙ্ক দিবসে রাঙ্গামাটিতে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটির কলেজ গেইটের মন্ত্রী পাড়ায় অ্যাড. দীপেন দেওয়ানের বাসভবনে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা।
এসময় ভেটেরিনারি অফিসার ডা. মঈনুল ইসলাম চৌধুরী, সরকারি পিগ ডেভেলপমেন্ট ফার্মের সিনিয়র সহকারী পরিচালক ডা. লেনিন দে, ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সরোয়ার হামিদ, সদর উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদীপ দেওয়ানজী, রাঙামাটি ডগ লাভার এসোসিয়েশনের সভাপতি মৈত্রী চাকমা, সাধারণ সম্পাদক লিফা দেওয়ান, সদস্য দেববর চাকমা, উজ্জেলেন্দু চাকমা ও স্নেহা চাকমা, ভেটেরিনারি ইন্টার্ন ডা. প্রমা তঞ্চঙ্গ্যা ও ডা. অর্পিতা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডা. তুষার কান্তি চাকমা বলেন, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আমরা বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে যাচ্ছি। এবার ৫শত টিকা সরবরাহ করা হয়েছে। শহরের বনরূপা, কলেজ গেইট, রিজার্ভ সহ বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়াল কে ভ্যাকসিন প্রদান করা হবে। কলেজ গেইট এলাকায় ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করায় ডগ লাভার এসোসিয়েশনের সভাপতি মৈত্রী চাকমাকে ধন্যবাদ জানান তিনি।