কাপ্তাইয়ে প্রবারণা পূর্ণিমা পালন আকাশে উড়লো বর্ণিল ফানুস
|| কাপ্তাই উপজেলা প্রতিনিধি ||
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (৬অক্টোবর)সন্ধ্যায় চিৎমরম বৌদ্ধ বিহারসহ উপজেলার বিভিন্ন বিহারে শত’শত রঙিন ফানস আকাশে উড়িয়ে দিনের সুচনা করা হয়। আর এই উৎসবকে ঘিরে কাপ্তাইয়ের চিৎমরম, রাইখালী, ওয়াগ্গার নোয়াপাড়া, কুকিমারা, শিলছড়ি, বারঘোনিয়া, মিতিংগ্যা ছড়িসহ নানা পাড়া মহল্লায় বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় ফানুস উড়ানোর আয়োজন করা হয়েছে।
এদিকে শুভ প্রবারনা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে দায়ক দায়িকাগণ উপস্থিত হয়ে বুদ্ধ পুজা, বুদ্ধকে স্নান করানো, সমবেত প্রার্থনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব পালন করেন। যেখানে হাজারো মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
এদিকে প্রবারণা পূর্নিমা উপলক্ষে চিৎমরম বৌদ্ধ বিহার এর বিহারধ্যক্ষ পার্বত্য চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় ধর্মীয় গুরু ভদন্ত পামাক্ষা মহাথের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।