বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দীঘিনালায় বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা
\ দীঘিনালা উপজেলা প্রতিনিধি \
শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়েছে। রবিবার (৫অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনে আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহযোগিতায় এ দিবস পালন করা।
দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ তরুন কান্তি চাকমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা দীঘিনালা উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া, দীঘিনালা প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃ সাহেল রানা, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান দেবপ্রিয় বড়ুয়া, রশিক নগর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাও মোঃ আনিসুর রহমান, দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টার এর অফিসার মোঃ মাইন উদ্দিন, রেয়াংকাজ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা, অনার্থ আশ্রয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক, উদাল বাগান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ত্রিরতœ চাকমা শিক্ষক তরুন জ্যোতি চাকমা প্রমূখ।
আলোচনা সভায় শিক্ষকরা বলেন, শিক্ষক সমাজ গঠনের প্রধান কারিগর। তাঁরা শুধু জ্ঞান বিতরণ করেন না, বরং তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগান, তাদের স্বপ্ন দেখতে শেখান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলেন। শিক্ষক দিবস হলো সেই বিশেষ দিন, যেদিন আমরা শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে সাথে স্মরণ করা। ১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এই দিনটি ঘোষণা করে। এছাড়া শিক্ষক দিবসে দীঘিনালা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা বলেন, ২০% বাড়ি ভাড়া, ১৫শ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধি করে সকল বসরকারি উচ্চ বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার দাবী করেন।