প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে মানিকছড়ির বুদ্ধ বিহারগুলোতে চাল বিতরণ
|| মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ||
বৌদ্ধ জাতিগোষ্ঠীর প্রবারণা পুর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছঢ়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন বুদ্ধ বিহাওে অনুষ্ঠান পালনের জন্য খাদ্যশষ্য প্রদান করেছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এ সহযোগীতা উপজেলা প্রশাসন বন্টন করেছে। রবিবার (৫অক্টোবর) দুপুরে বিহার কমিটিগুলোর কাছে প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে ১০০ টি বুদ্ধ বিহারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দের অনুকূলে ৫০ টন চাল সরবরাহ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া রবিবার দুপুরে সংশ্লিষ্ট বিহারগুলোর স্ব-স্ব পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদকদের কাছে ৫০০ কেজি করে মোট ৫০ মেট্রিক টন চালের সরবরাহ আদেশপত্র (ডিও) হস্তান্তর করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।