খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালন
|| মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ||
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যে রবিবার ৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক পবিত্র সেবা। শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত ও হেনস্তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান তারা। তাছাড়া শিক্ষকের মর্যাদাবৃদ্ধি ও জীবনমান উন্নয়নে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি করেন তারা।
আলোচনা সভায় ইউএনও নার্গিস সুলতানা বলেন, শুধু পাঠদান করাই শিক্ষকের কাজ নয় বরং শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে তাদের সম্ভাবনা জাগিয়ে তোলাই প্রকৃত দায়িত্ব। রোল নম্বর ১ হওয়াটাই জীবনের লক্ষ্য নয়, মানুষ হিসেবে গড়ে তোলাই আসল লক্ষ্য। তিনি আরও বলেন, শিক্ষকতার সফলতা তখনই আসে, যখন শিক্ষার্থী সমাজে একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।