[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

এদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ কাপ্তাইয়ে প্রতিমা বির্সজন অনুষ্ঠানে জেলা প্রশাসক

\ কাপ্তাই উপজেলা প্রতিনিধি \
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে ৮টি প্রতিমা দেবী দুর্গাকে বিসর্জন করা হয়েছে। বৃহস্পতিবার (২অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় কাপ্তাইয়ের ৮টি মন্দিরের দূর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বিসর্জনে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। তিনি বলেন, দুর্গা পুজা একটি সার্বজনীন উৎসব, এখানে সকল স¤প্রদায়ের লোকজন একত্রে মিলেমিশে এই পুজা উদযাপন করে থাকে। এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।

কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির সহ সমন্বয়ক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য এবং শিল্পী প্রদীপ মল্লিক এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি অরূপ মুৎসুদ্দি রিটু, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, কাপ্তাই উপজেলা পুজা ফ্রন্ট্রের সদস্য সচিব লোটাস ভট্টাচার্য সহ বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির আহবায়ক এবং উপজেলা পুজা ফ্রন্টের আহবায়ক জগদীশ দাশ দাশ ও সদস্য সচিব এবং কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। সমাপনী বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক এবং কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য। এর আগে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত পরিচালনায় শিবু জলদাসের অনবদ্য ঢোল বাদন এবং নৃত্য ও গানের অপুর্ব ঝংকারে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এসময় কর্ণফুলী নদীর দু’পাশ জুরে হাজার হাজার ভক্তের জয়ধ্বনি এবং ঢাক ঢোলের শব্দ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।