রাজস্থলীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ ও পথ সভা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবীতে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১অক্টোবর) সকাল ১১টা হতে দুপুর দেড়টা পর্যন্ত ইসলামপুর, বাসষ্টেশন, রাজস্থলী বাজার, হ্নারামুখ পাড়া এলাকায় এ গণসংযোগ কার্যক্রম করা হয়।
পরে রাজস্থলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদ আহম্মদ এর সভাপতিত্বে বাজার এলাকায় গণসংযোগ পরবর্তী এক পথ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক আবদুল হালিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা ২৯৯ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ। এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত, বৈষম্য হীন একটা সমাজ উপহার দেওয়া হবে।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াত ইসলামী রাজস্থলী উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ এসময় রাজস্থলী উপজেলার তিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীগণ উপস্থিত ছিলেন।