রাঙ্গামাটির বাঘাইছড়িতে নমি ত্রিপুরার জীবন রক্ষা করলো বিজিবি’র সিপাহী হাফেজ
॥ মোহাম্মদ আলী ॥
হিংসার আগুনে যখন পাহাড় জ¦লছে তখন এক পাহাড়ি শিশুর প্রতি মানবিকতার হাত বাড়িয়ে জীবন রক্ষা করে এক উজ¦ল দৃষ্টান্ত স্থাপন করেছে বাঘাইহাট বিজিবি’র মেডিকেল সহকারী সিপাহী হাফিজ। সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ পাড়ায় যেন বিজিবির প্রতি কৃতার্থ নমি ত্রিপুরার বাবা-মা সহ প্রতিবেশীরা।
স্থানীয় সুত্রগুলো জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে দুর্গম শিয়ালদাহ এলাকায় নমি ত্রিপুরা নামে ৯ বছরের এক শিশু মা বাবার সঙ্গে পাহাড়ে ঝুম ক্ষেতে সবজি আনতে যায়। সবজি নিয়ে বাড়ি ফেরার পথে পাহাড় থেকে নামার সময় পা পিছলে নিচে একটি ছড়ায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। শিশুটির মায়ের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। আশপাশে হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় শিশুটিকে দ্রুত বিজিবির বিওপিতেই নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিক বিজিবি’র বিওপির মেডিকেল সহকারী সিপাহী হাফিজ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পওে তিনি ব্যাটালিয়ন সদরের মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে নমি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য দ্রত খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের দ্রুত পদক্ষেপ ও তাৎক্ষণিক চিকিৎসা সেবায় শিশুটি বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। শিশুটি মা-বাবা এই মানবিকতার মুগ্ধ হয়েছেন। এলাকাবাসী জানান, দুর্গম এলাকায় হাসপাতাল না থাকায় চিকিৎসার জন্য বিজিবি-ই তাদের একমাত্র ভরসা। সময়মতো চিকিৎসা না পেলে নমি ত্রিপুরার জীবন রক্ষা করা হয়তো সম্ভব হতো না। সে এখন শঙ্কামুক্ত। এ প্রতিহিংসার পাহাড়ে যখন আগুন জ¦লছে তখন বিজিবি’র সিপাহীর প্রচষ্টায় শিশু নমি ত্রিপুরার জীবন রক্ষা যেন হাতছানি দেয় শান্তির জন্য একে অপরের পাশে থাকুন।