রাঙ্গামাটিতে পৃথক নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ-৩
॥ মনু মারমা ॥
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে পৃথক নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে অপরদিকে ৩জন এখনো নিখোঁজ রয়েছে। অন্যদিকে নানিয়ারচর সাবেক্ষ্যং ইউনিয়নের মহাজনপাড়ার এলাকায় চেঙ্গী নদীতে ঢেউয়ের কবলে পড়ে ডেলিজেন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮) নামে দুইজন কিশোর নিখোঁজ রয়েছেন। অপর দিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে আকস্মিক বাতাস হলে ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবে লংগদুর গুইলশাখালীতে একই পরিবারের চারজনের মধ্যে শিরিনা বেগম নামে একজনকে জীবিত ও দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে মাসুমা নামের ৫বছরের এক শিশু। দূর্ঘটনার শিকার সকলে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা। বুধবার (১অক্টোবর) সকাল ৮ টায় লংগদুতে ফায়ার সার্ভিসের ডুবুরি ও সেনাবাহিনী সহ উদ্ধার কাজ চালিয়ে পরে তাদের উদ্ধার করে।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে গুইশাখালী এলাকার স্থায়ী বাসিন্দা আছির উদ্দীন পরিবার নিয়ে রাতে বাসায় ফেরার পথে উপজেলার গুইলশাখালীতে কাপ্তাই হ্রদে হঠাৎ বাতাস আর ঝড়ের কবলে পড়লে ইঞ্জিন চালিত নৌকাবোট বাড়ির কাছাকাছি এসে তলিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে ফায়ার সার্ভিস টিম এবং সেনাবাহিনীর সদস্যরা চারজনের মধ্যে একজনকে জীবিত উদ্ধার, পরে দুজনের লাশ উদ্ধার করে, তবে এখনো এক শিশু নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে। রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান জানান, গতকাল রাতে কাপ্তাই হ্রদে নৌকা ডুবির ঘটনা ঘটলেও উদ্ধার কাজ আজ সকাল ৮টা থেকে আমরা সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম উদ্ধার কাজ শুরু করি। এর মধ্যে আমরা একজনকে জীবিতসহ দুজনের মৃতদেহ উদ্ধার করি এবং এখনো ১জন শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
নানিয়াচর ঘটনায় স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শনখোলাপাড়া থেকে ৬জন কলেজ ছাত্র দূর্গাপূজা দেখতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে যায়। পূজা শেষে রাতে নৌকাযোগে শনখোলাপাড়া ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় ৪ জন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে পারলেও দু’জন পারেনি। নানিয়ারচর থানার ওসি নাজির আলম জানায়, আমরা ঘটনা শোনার পর ঘটনাস্থলে যায়। এদিকে পরিবার ও স্থানীয় লোকজন নিখোঁজ ছাত্রদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন জানান, লংগদুতে নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধার কাজ শেষে ডুবুরির কয়েকজন নানিয়ারচরে নিখোঁজদের উদ্ধারে রওনা হয়েছে।