[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিতমাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিবাড়ি ও চিকিৎসা ভাতার দাবিতে মাটিরাঙ্গায় শিক্ষকদের কর্মবিরতিবান্দরবানের রুমায় অসহায়দের মাঝে সমাজ কল্যাণ পরিষদের অনুদান বিতরণধানে শীষে ভোট চেয়ে দীঘিনালায় বিএনপি গণসংযোগ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পূজোর টানা ছুটিতে ভ্রমণপ্রেমীদের গন্তব্য এখন বান্দরবানের থানচি

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিনের সরকারি ছুটিতে বান্দরবানের থানচিতে সব হোটেল-মোটেল ও কটেজগুলোতে ভ্রমণপিপাসুদের আগাম বুকিং চলছে। চার দিনের টানা ছুটিতে বিভিন্ন শহরে থেকে ভ্রমণপ্রেমীদের গন্তব্য এখন থানচি। স্বাভাবিক অন্যান্য দিনের কম পর্যটক প্রবেশ করলেও কয়েকদিন ছুটির কারণে বেশ ব্যাপক আকারে ভ্রমণ পিপাসুদের সাড়া মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা জানান, বছরজুড়ে কম বেশি পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠে থানচির তুমা-তুঙ্গী ও পাথুরে দেশ তিন্দু। সেখানে এবারে সরকারি বিশেষ ছুটির দিনে ভ্রমণপিপাসুদের পদচারণা বাড়বে বহুগুণ। আর্থিক সংকটের অনেকটাই পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে পাবেন পর্যটন শিল্পের সংশ্লিষ্টদের। টানা ছুটি কারণে পর্যটকদের আগমনে হোটেলগুলো বুকিং হচ্ছে, পর্যটন শিল্পের খাতের আর্থিকভাবে মন্দভাব থেকে স্বাভাবিক হয়ে উঠবে।

জানা গেছে, দেশের ১ অক্টোবর (বুধবার) মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত তবে শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ৩-৪ অক্টোবর তাই চার দিনের ছুটিতে থাকবেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি চাকরিজীবীরা।

একদিকে থানচির তুমা-তুঙ্গী ও তিন্দু পর্যন্ত আংশিক পর্যটন স্পটের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলেও নৈসর্গিক সৌন্দর্যের পর্যটনখ্যাত ঙাফাখুম, রেমাক্রী খুম, সাতভাই খুম, ভেলাখুম ও মদকের ঙাহ্রেসা ম্রহ:সহ অন্যান্য পর্যটনগুলো এখনো নিষেধাজ্ঞার বহাল থাকছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেসকল পর্যটন স্পটগুলো খুলে দেয়ার দাবি করে আসছে সংশ্লিষ্টরা।

থানচি হোটেল ডিসকভারের ম্যানেজার আলফাত্তা হক ও মেঘবতি রিসোর্টে স্পনসর কোকোচিং মারমা জানান, বর্তমানে তাদের এলাকায় ১৫টি হোটেল রিসার্ট রয়েছে। কয়েক বছর পরে এবারে মৌসুমে কাঙ্ক্ষিত পর্যটকের সাড়া পেয়েছেন। আগামী ১-৩ অক্টোবর পর্যন্ত এসব হোটেলের কক্ষ আগাম বুকিং করেছেন ভ্রমণপিপাসু তারা।

অন্যদিকে ভ্রমণপিপাসু পর্যটক কয়েকজনে সাথে কথা হলে তারা জানান, থানচিতে ভ্রমণে শুধু আংশিকভাবে সীমাবদ্ধতা না রেখে পরিস্থিতি বিবেচনায় করে নৈসর্গিক সৌন্দর্যের পর্যটনখ্যাত স্পটগুলো পুরোদমে খুলে দিলে পর্যটক সমাগম বাড়বে।

থানচি থানার অফিসার (ওসি) মোঃ নাছির উদ্দিন মজুমদার জানান, এবারে টানা ছুটিতে ভ্রমণপিপাসুদের আগমনে বেশি হবে। তাদের নিরাপত্তার বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সেবাদানে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।