কাপ্তাই লেকে নৌকা ডুবির ঘটনায় মৃত্যু ৩, উদ্ধার ১
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই লেকে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজের মধ্যে সিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা হলেও তাঁর সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়াও সালমা বেগম ও তার ৫ বছরের শিশু সন্তান মাসুমকেও আজ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার স্বীকার সকলে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, গতকাল রাতে হঠাৎ বাতাশ আর ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাবোট বাড়ির কাছাকাছি এসে তলিয়ে যায়। সাথে সাথে বোট চালক আছির আলী পাড়ে উঠতে পারলেও বাকিরা হারিয়ে যায়। ঘটনার আগে আছির উদ্দীন তার স্ত্রী সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে যান গুলশাখালীতে, সেখান থেকে ফেরার পথে এঘটনা ঘটে।
রাঙ্গামাটি থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেন। উদ্ধার অভিযানের সাথে রয়েছে লংগদু জোন জোন তেজস্বী বীরের একটি টিমও সহায়তা করেন।