রাজস্থলীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের উপহার
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯সেপ্টেম্বর) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি। সময় উপস্থিত ছিলেন জোনায়েদ ইসলাম জুনু সভাপতি বাংগালহালিয়া ইউনিয়ন ছাত্রদল ও জিকু কুমার দে-হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, রাজস্থলী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সুমন খান সহ স্থানীয় নেতারা।
বিতরণ কালে ছাত্রদলের আহবায়ক রনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সব নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অসাম্প্রদায়িক সহাবস্থান ও সৌহার্দ্যরে এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি-ধর্ম,বর্ণ নির্বিশেষে আমাদের সবার একটাই পরিচয়-আমরা বাংলাদেশি। আমরা নতুন বাংলাদেশ সব ধর্মের মানুষকে নিয়ে গড়ে তুলব, একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াব।