ছাত্রী ধর্ষণ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
খাগড়াছড়িতে এক ছাত্রীকে গণধর্ষনের ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ অবরোধ কর্মসুচী পালনকালে সেটেলার বাঙালী কর্তৃক জুম্মদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ঘরবাড়ি সহ দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে রোয়াংছড়িতে আদিবাসী ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৯সেপ্টেম্বর) উসারা মহাথের লাইব্রেরি সামনে মাঠ প্রাঙ্গণে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
জেএসএস নেতা অংশৈমং মারমা এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পওে একই স্থানে সকলে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বান্দরবান সরকারি কলেজে শিক্ষার্থীর চসিংথোয়াই মারমা সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদ রোয়াংছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক মনিলাল তঞ্চঙ্গ্যা। সমাবেশে ব্যক্তব্য রাখেন ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ভারতসেন তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশন বান্দরবান জেলা শাখার উলিসিং মারমা, তঞ্চঙ্গ্যা ছাত্র ওয়লফেয়ার ফোরামে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিটন তঞ্চঙ্গ্যা, বান্দরবান বিশ্বদ্যালয়ে শিক্ষার্থীর অংশৈসাই মারমা,বান্দরবান সরকারি কলেজে শিক্ষার্থীর মেনিপ্রু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ রোয়াংছড়ি শাখার (পিসিপি) নেতা হ্লামংচিং মারমা, জন ত্রিপুরা প্রমুখ। এসময় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্বদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, খাগড়াছড়িতে সংগঠিত সকল অন্যায়ের সুষ্টু বিচার করতে হবে। যারা পাহাড়িদের বাড়ি ঘরে ও দোকানপাটে আগুন দিয়েছে তাদের গ্রেফতার সহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। ছাত্রী ধর্ষণ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।