কাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় দুস্থদের ফ্রি চিকিৎসা সহ ঔষধ বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি সেনা রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়নের ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন দেয়া হয়েছে। সোমবার (২৯সেপ্টেম্বর) ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা পানছড়ি পাড়া এলাকায় অসহায়, দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সেবা দেয়া হয়।
সকাল ১০টা হতে দুপুর ২টা পযন্ত এলাকার লোকজন দূর দুরান্ত হতে চিকিৎসা ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসে। সেনা প্রধানের নির্দেশনায় ১০আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এএসএম সাদিক শাহরিয়ার পিএসসি তত্ত্বাবধানে উক্ত ফ্রী চিকিৎসা সেবা দেয়া হয়। এলাকার শিশু বয়োবৃদ্ধ বহুলোকজন চিকিৎসা নিতে ক্যাম্পেইনে আসে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান বিনামূল্যে সেনাবাহিনী হতে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী পাওয়ায় আমরা উপকৃত হয়েছি। ১০আরই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।