কাপ্তাইয়ে জিসাস এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংস্কৃতিক সংগঠন জিসাস এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা হতে কাপ্তাই পিডিবি অফিসার্স ক্লাবে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জিসাস রাঙ্গামাটি জেলার আহবায়ক শেখ আব্দুল হালিম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল মোয়াছেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাকিম, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিকুল্লাহ প্রমুখ। জিসাস কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মোঃ সুলাইমান মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আর্দশকে ধারণ করে এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন হতে কাজ করে যাচ্ছেন। দেশীয় সংস্কৃতি এবং সুষ্ঠু ধারার সংস্কৃতি বিকাশে এই সংগঠনটির কার্যক্রম প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির সংগঠনের সকল কার্যক্রম তুলে ধরেন। জিয়া সাংস্কৃতিক সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার আহবাণ জানান।
এর আগে বেতার ও টিভি শিল্পী মোঃ রফিক এর পরিচালনায় জিসাস কাপ্তাই শাখার শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।