রোয়াংছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে সততা স্টোর উদ্ধোধন
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এর রোয়াংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সহযোগীতায় এস, কে সোয়ানলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সততা স্টোর শুভ উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেমবর ২৫) এস কে সোয়ানলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উথোয়াই মারমা সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্ররোধ কমিটি’র সভাপতি লাল রাম কাপ বম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ, এসকে সোয়ানলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজাপুরি তঞ্চঙ্গ্যা ও ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ি মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক হ্লাছোহ্রী মারমা।
এ সময়ে বক্তারা বলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন দুর্নীতিকে না বলতে হলে কোমলমতী শিশুদেরকে সততার পথ ও সচ্ছতা শিখিয়ে দিতে হবে। দুপ্রক সভাপতি লাল রাম কাপ বম বলেন রোয়াংছড়ি উপজেলার সকল স্থরে দুর্নীতি কে না বলুন, এ জন্য হাইস্কুল, কলেজ এর সততা স্টোর উদ্ধোধন হয়েে গছে। এই অর্থ বছরে দুটি প্রাথমিক বিদ্যালয়কে সততা স্টোর চালু করছি। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা শিশু থেকে উচ্চত্বর পর্যায়ে এসব সততা স্টোর স্থাপন করা হবে।
প্রধান অতিথি মেহ্লাঅং মারমা বলেন, দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতি প্ররোধ কমিটির উদ্যোগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সসতা স্টোর এর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সম্পর্কে সচেতনতার বৃদ্ধি করা ও নৈতিকতার শিক্ষা শিখতে পারবে।