বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি কর্তৃক অসহায়-দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং ধর্মীয় উপাসনালয়ের জন্য অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন ১১ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম কফিল উদ্দীন কায়েস।
অনুষ্ঠানে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করা ১১ জন শিক্ষার্থীকে সনদপত্র তুলে দেওয়া হয়।
৬০ জন শিক্ষার্থীর হাতে বই, খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।অসহায় মানুষের বাড়ি নির্মাণ, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুটি মন্দিরে অনুদান প্রদান করা হয়।এছাড়াও বিভিন্ন অসহায় পরিবারকে আর্থিক সহায়তা ও ডেউটিন দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার এস এম কফিল উদ্দীন কায়েস বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে গড়ে তুলতে এ সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইলাহী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদির, সহকারী পরিচালক আল-আমিন, জোন জেসিও নায়েব সুবেদার মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবদুল হামিদ অনুষ্ঠানে অংশ নিয়ে বিজিবির এ মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান। স্থানীয়রা বলেন, সীমান্ত অঞ্চলের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত ও পিছিয়ে আছে। বিজিবির এ ধরণের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে।