বান্দরবানের লামা পৌরসভার সেবা সপ্তাহে ৮ লাখ টাকা রাজস্ব আদায়
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামা পৌরসভার সেবা সপ্তাহ ২০২৫ সফলভাবে শেষ হয়েছে। গত ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সেবা সপ্তাহে পৌর নাগরিকরা তাদের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি এবং পানির বিলসহ অন্যান্য ফি পরিশোধ জরিমানা মওকুফের সুযোগ পেয়েছেন। এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধের ওপর ৫০% জরিমানা মওকুফ করার সুযোগ দিয়েছিল লামা পৌরসভা। যা নাগরিকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
লামা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এই সেবা সপ্তাহের উদ্বোধন করেছিলেন। ২৩ সেপ্টেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠানে তিনি জানান, এই সেবা সপ্তাহে মোট ৮ লাখ ১০ হাজার ৭৮ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে হোল্ডিং কর বাবদ ৬ লাখ ৬০ হাজার ২৬৯ টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ১ লাখ ২৪ হাজার ৮৭৮ টাকা, পানি সরবরাহ বিল বাবদ ১৯ হাজার ৬৩১ টাকা এবং বিভিন্ন প্রত্যয়ন বাবদ ৫ হাজার ৩০০ টাকা আদায় হয়েছে।
তিনি আরও বলেন, এই সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য কেবল রাজস্ব আদায় ছিল না, বরং নাগরিকদের সময়মতো পৌরকর ও বিল পরিশোধে উৎসাহিত করা এবং অভ্যস্ত করা। তিনি মনে করেন, নাগরিকদের ব্যাপক অংশগ্রহণের কারণে এই সেবা সপ্তাহ সফল হয়েছে। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য নিয়মিতভাবে তাদের পৌরকর ও অন্যান্য বিল পরিশোধ করে যেন পৌরসভার উন্নয়নে সহযোগিতা করেন।