কাপ্তাই বিজিবির অভিযানে সোয়া ৫৯ লক্ষ টাকার বিদেশি সিগারেট সহ পাচারকারী আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই বিজিবি ৪১ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার করার সময় গাড়িভর্তি বিদেশী সিগারেট সহ পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) দুপুরে কাপ্তাই হতে একটি
টয়োটাকারে করে ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইলসহ পাচারকারী মো.হুমায়ন কবির চৌধুরী প্রকাশ হিরোকে আটক করে। আটক হিরো কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়ন এ বসবাসকারী মোঃ আক্তার হোসেনের ছেলে বলে জানান গেছে।
বিজিবি সুত্র জানায়, আটক মালামালের মূল্য ৫৯ লাখ ১১হাজার টাকা। কাপ্তাই ৪১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল এর নির্দেশ মোতাবেক সুবেদার নায়েব মোঃ মাসুূূদ রানার নেতৃত্বে বিজিবি ১নং গেইটএ তল্লাশি করে পাচারকারীকে আটক করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, বিকালে ৪১ বিজিবি’র সদস্যরা আটক পাচারকারীকে সিগারেটসহ থানায় হস্তান্তর করেছে সেই সাথে প্রাইভেট কারও জব্ধ করা হয়েছে। বহুদিন যাবত একটি পাচারকারী সিন্ডিকেট সড়কপথে ও নদী পথে এসব বিদেশী সিগারেট পাচার করে আসছে বলে জানাযায়।