কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে সভা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পুজা মন্ডপের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পুজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, কাপ্তাই জোনের ৩৮ বীরের উপ-অধিনায়ক মেজর নাজমুল কাদির শুভ, সহকারী কমিশনার (ভূমি) রুদ্র, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র লাল হালদার, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, জামায়াতে ইসলামি আমীর হারুনর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্ম কল্যান ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনিত উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে আইনশৃঙ্খলাসহ দূর্গাপূজা শান্তিশৃঙ্খলা ভাবে উদযাপন করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এসময় আইনশৃঙ্খলাসহ নিজ নিজ দায়িত্ব পালন করার কথা জানান।