বান্দরবানের রোয়াংছড়িতে অমন্তসেন তংচংগ্যা হত্যায় জড়িত আসামী গ্রেফতার
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নাতিংঝিরি এলাকায় টমটম গাড়ির চালক অমন্তসেন তংচংগ্যা হত্যাকান্ডের ঘটনায় পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
রোয়াংছড়ি থানা সূত্রে জানায়, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্ত আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রোয়াংছড়ি থানার একটি চৌকস দল রাজন্ত তংচংগ্যা (২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে রাজন্ত তংচংগ্যা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গছে। সাবেক ইউপি মেম্বার গান্দিলাল তঞ্চঙ্গ্যা বলেন, গ্রেফতারকৃত আসামী একার দ্বারা ঐ হত্যাকান্ড সংগঠিত করা সম্ভব নয় এ ঘটনায় আরো জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন।
এদিকে রোয়াংছড়ি থানার পুলিশ এই হত্যাকান্ডের পেছনের মূল উদ্দেশ্য এবং এতে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখবে। গ্রেফতারকৃত আসামীকে কোর্টে চালান দেওয়া হয়েছে।