[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

নতুন ফ্যাসিস্ট চাই না, জুনান-রুবেল-রঞ্জন ও অনীক হত্যার বিচার চাই

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
গেল বছরের ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি-রাঙ্গামাটি ও দীঘিনালায় সংগঠিত হত্যাকান্ডের সাঘে জড়িতদেও গ্রেফতার সহ দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। শুক্রবার (১৯সেপ্টেম্বর) সকালে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ দীঘিনালা শাখার আয়োজনে দীঘিনালা ইউনিয়নের বাঘেইছড়ি দুঅর আনন্দ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাযি জানানো হয়।

রিটেন চাকমা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রী আর্দশী চাকমা, অবসর প্রাপ্ত শিক্ষক ও চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির পরিচালনক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দীপু লাক্ষ্য চাকমা, নারী সংঘের সভাপতি মিতালী চাকমা প্রমূখ।

সমাবেশে বক্তরা বলেন, এক বছর পেরিয়ে গেলেও আজও তদন্ত রিপোর্ট ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার প্রকাশ করেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যূনতম ক্ষতিপূরণও পায়নি। প্রধান উপদেষ্টা ড. মু. ইউনুসের কর্তব্য ছিল ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও দোষীদের বিচারের আওতায় আনা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে অংশ নিয়েও আমাদের কী লাভ হলো? ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করে আমরা নতুন কাউকে ফ্যাসিস্ট হিসেবে দেখতে চাই না। আমরা চাই বৈষম্যহীন শান্তি, ন্যায় বিচার, ন্যায্য অধিকার এবং দেশের নাগরিক হিসেবে মর্যাদার সাথে বাঁচার নিশ্চয়তা। গত বছর ১৯-২০ সেপ্টেম্বর দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙ্গামাটির ঘটনায় যথাক্রমে জুনান-রুবেল-রঞ্জন ও অনীক চাকমা’র খুনীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের ক্ষতিপুরণ প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় খাগড়াছড়ির দীঘিনালায়।