॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার (২০সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা সুত্র জানিয়েছে।
সেনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে রয়েছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে টহল দল ইউপিডিএফ (মূল) দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এসময় এলাকায় অবস্থানরত প্রায় ১৫-২০ জনের একটি সশস্ত্র দল আকস্মিকভাবে গুলি চালায়। সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়।

পরবর্তীতে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। তবে সশস্ত্র দলটি পালিয়ে যায়। সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনা সুত্র জানিয়েছে। সুত্র আরো জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর। জনগণের জানমালের সুরক্ষায় ভবিষ্যতেও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।