কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে অর্থ জরিমানা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এক দোকানীকে আর্থিক জরিমানা করেছে। অপরিচ্ছন্ন এবং ভোক্তাদের বাসি খাবার পরিবেশন করার অপরাধে শনিবার (২০সেপ্টেম্বর) সকালে নতুন বাজার নোয়াখালী ভাত ঘরে অভিযান পরিচালোনা কওে এ দন্ড দেওয়া হয়।
অধিদপ্তর সুত্র জানায়, অভিযোগের ভিত্তিতে কাপ্তাই নতুন বাজারে অভিযান পরিচালনা করে। এতে নতুন বাজারস্থ নোয়াখালী ভাত ঘরে পরিদর্শনে গিয়ে দেখা যায় খাওয়ার পানির ড্রামের মুখ খোলা, তার মধ্যে ময়লা এবং পচা বাঁশি খাবার রাখা হয়েছে। র অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫হাজার টাকার জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায় করে রাঙামাটি ভোক্তা অধিকার সহকারী পরিচালক রানা দেব নাথ।
অধিদপ্তর সুত্র জানায়, পর্যটকরা দোকানে খাবার খেতে এলে দেখে খাওয়ার পানি অপরিস্কার এবং বাসি খাবার পরিবেশন করা হচ্ছে। পরে এ অপরাধে নোয়াখালী ভাত ঘর এর মালিককে জরিমানা করা হয়। এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস অভিযানে উপস্থিত ছিলেন।