কাপ্তাইয়ে ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থী ও অসুস্থদের মাঝে অর্থ সহায়তা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির সেনা রিজিয়ন কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক মানসিক রোগীর চিকিৎসা, দরিদ্র পরিবার এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৭সেপ্টেম্বর) সকাল ১০টায় সেনা প্রধানের দিক নির্দেশনায় রাঙ্গামাটি রিজিওনের ১০ আরই ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকার অধিনায়ক লেঃ কর্নেল এএসএম সাদিক শাহরিয়ার, পিএসসি এই সহায়তা তুলে দেন।
এ সময় তিনি বলেন, ১০ আর ই ব্যাটালিয়ন মানসিক রোগী চিকিৎসা, দরিদ্র এবং গরীব শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। এসময় তিনি আরো বলেন, ১০ আরই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতির উন্নয়নে অব্যাহত রাখা হবে।