দীঘিনালায় কফি ও কাজুবাদাম চাষে কৃষকদের মাঝে দিনব্যাপি প্রশিক্ষণ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
কৃষিই সমৃদ্ধি” ধারন করে ২০২৫-২৬ অর্থ বছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬সেপ্টম্বর) সকালে এ প্রশিক্ষণ র্´সুচী অনুষ্ঠিত হয়।
দীঘিনালা হর্টিকালচার সেন্টার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষকদের মাঝে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কৃষি দপ্তরের উপপরিচালক (অঃদাঃ) মোঃ বাছিরুল আলম।
এসময় প্রধান অতিথি বলেন, কফি ও কাজুবাদাম সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারি ভাবে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষন দিয়ে কফি ও কাজুবাদাম চাষ করা জন্য উদ্ধুদ্ধ করছে। পাহাড়ের মাটি কফি ও কাজুবাদাম বেশ উপযোগী। প্রক্রিয়া করতেও সহজ। কফি ও কাজুবাদাম চাষ করে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দীঘিনালা উপজেলায় কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন ও ওষ্কার বিশ্বাস। এতে পর্যায় ক্রমে দেড় শতাধিক কৃষককে প্রশিক্ষন দিয়ে বিনামূল্যে কফি ও কাজুবাদাম চারাসহ সার ও প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হবে।