মাটিরাঙ্গায় হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তি করণ সভা অনুষ্ঠিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ে যুব ও স্টেক হোল্ডারদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫সেপ্টেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থা (আস্থা) প্রকল্পের আওতায়, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমার সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন আস্থা প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা আহবায়ক জাহানারা আক্তার। প্রধান অতিথি হিসেবে আস্থা প্রকল্পের নাগরিক কমিটির সদস্য ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রন্জিত ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক আবুল হাসেম বক্তব্য দেন। এছাড়াও আস্থা প্রকল্েেপর যুগ্ন আহবায়ক ডলি ত্রিপুরা, অনিতা ত্রিপুরা, উম্রাসিং মারমা। এ সময়, ইয়ুথ গ্রুপ এবং হুইসেল ব্লোয়ার সহ ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
হুইসেল ব্লোয়িং এর মাধ্যমে সু-শাষণ, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা, সাম্প্রদায়িকতা, নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা এবং দুর্নীতির ঘটনাকে মোকাবেলা করে জনগণের অধিকার রক্ষা করা একই সাথে হুইসেল ব্লোয়িং দ্বারা সম্ভাব্য বিপর্যয় প্রতিরোধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীদের হুইসেল ব্লোয়ার হিসেবে করণীয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয় এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা বলেন, হুইসেল ব্লোয়ার শুধু দুর্নীতি প্রতিরোধেই নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক মূল্যবোধ রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।