[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নিজস্ব মাতৃভাষা ও অক্ষরগুলোকে বাঁচিয়ে রাখতে কাজ করব- সর্বমিত্র চাকমালক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদানকাপ্তাইয়ে দূর্গাপুজা উদযাপন কমিটি গঠনকাপ্তাই হ্রদের পানি ১০৫ ফুটের মধ্যে রাখতে রাঙ্গামাটিতে চার আইনজীবী’র স্মারকলিপিলংগদুতে আবারো পানিবন্দি শতাধিক পরিবাররামগড়ে মারমা ঐক্য পরিষদের সপ্তম কাউন্সিল অনুষ্ঠিতরামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাকাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের খাদেম নুরুল হক এর বিদায় সংবর্ধনাডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভুমি সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সরকার কাজ করছে: উপদেষ্টাখাগড়াছড়ির মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে বিভ্রান্তি
[/vc_column_text][/vc_column][/vc_row]

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
পাহাড়ের প্রত্যন্ত জনপদে শিক্ষার প্রসারে মানবিক সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় প্রতিষ্ঠিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি আর্থিক অনুদান, শিক্ষা সহায়ক (ল্যাপটপ, প্রজেক্টর এবং প্রজেক্টর স্ক্রীন) ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নানা ধরণের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি সেনা জোন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আর্থিক অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর এমন উদ্যোগ শিক্ষার্থী ও অত্র এলাকার জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে লক্ষ্মীছড়ি সেনা জোন ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যহত রাখার কথা জানিয়েছেন তিনি।

এসময় বাইন্যাছোলা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাইয়েফুর রহমান তুর্য, সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হুদাসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে লক্ষ্মীছড়ি জোনের ভূয়সী প্রশংসা করেন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চট্টগ্রাম থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেন। এছাড়াও বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী খাগড়াছড়ি জেলা অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের সদস্য হিসেবে বর্তমানে রাজশাহী বিভাগে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে অনুর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। লক্ষ্মীছড়ি উপজেলার কৃতি ফুটবলার ক্রাথুইপ্রু মারমা এবং ক্রউচিং মারমাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।