[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নিজস্ব মাতৃভাষা ও অক্ষরগুলোকে বাঁচিয়ে রাখতে কাজ করব- সর্বমিত্র চাকমালক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদানকাপ্তাইয়ে দূর্গাপুজা উদযাপন কমিটি গঠনকাপ্তাই হ্রদের পানি ১০৫ ফুটের মধ্যে রাখতে রাঙ্গামাটিতে চার আইনজীবী’র স্মারকলিপিলংগদুতে আবারো পানিবন্দি শতাধিক পরিবাররামগড়ে মারমা ঐক্য পরিষদের সপ্তম কাউন্সিল অনুষ্ঠিতরামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাকাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের খাদেম নুরুল হক এর বিদায় সংবর্ধনাডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভুমি সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সরকার কাজ করছে: উপদেষ্টাখাগড়াছড়ির মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে বিভ্রান্তি
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রামগড় পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানটির শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুৃয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।

উক্ত অনুষ্ঠানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মডেল মাদ্রাসার সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম মিয়াজি, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাশেদ, রামগড় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, সদস্য মোঃ আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের নেতাকর্মী প্রমুখ।

এসময় আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য তাঁরা বলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী কৃতি শিক্ষার্থীদের পাশে রয়েছে ভবিষ্যতে এমন শিক্ষা বান্ধব কার্যক্রমের পাশে থাকবে। অনুষ্ঠানে কৃতি ২০ শিক্ষার্থীকে প্রত্যেককে ক্রেষ্ট, ডায়েরী ও ফুল তুলে দেওয়া হয়।