॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে ভাম্যমান আদালত এর অভিযানে বাল্যবিবাহ বন্ধ সহ উভয় পক্ষকে পৃথক দুটি মামলায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকালে গোপন সংবাদ এর ভিত্তিতে ০২নং পাতাছড়া ইউনিয়ন এর থলিবাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন অভিযান পরিচালনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, খবর পেয়ে রামগড় পতাছড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ছেলে, ছেলের পিতা এবং মেয়ের পিতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উপস্থিত স্বাক্ষীগনের বক্তব্য ও সংশ্লিষ্ট কাগজ পত্র যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এমতাবস্থায় বাল্যবিবাহের সাথে সংশ্লিষ্টতা থাকায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়ের নানা আবুল হাশেম এবং ছেলের ভাই মোঃ মনির হোসেনকে ২টি পৃথক মামলায় যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সাথে সাথে আদায় করা হয়। এছাড়াও তিনি এসময় উপস্থিত সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।