[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের খাদেম নুরুল হক এর বিদায় সংবর্ধনাডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভুমি সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সরকার কাজ করছে: উপদেষ্টাখাগড়াছড়ির মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে বিভ্রান্তিলামা পৌরসেবা সপ্তাহ উপলক্ষে জরিমানা ৫০ শতাংশ মওকুফবান্দরবানের থানচিতে পাহাড়ের ঢালে সোনালি রঙের ধানখাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ বন্ধ সহ অর্থ দন্ডআলীকদমে দূর্গম স্কুলগুলোতে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষকরালংগদুর মাইনীমূখ বাজারে অগ্নিকান্ডে কেটি টাকার ক্ষতিকাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যারোয়াংছড়ি উপজেলায় শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের খাদেম নুরুল হক এর বিদায় সংবর্ধনা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
২৭বছর দায়িত্ব পালন শেষে রাঙ্গামাটি কাপ্তাই বি,এফ,আই,ডি,সি জামে মসজিদের খাদেম নুরুল হক (৬৭)কে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। শনিবার (১৩সেপ্টেম্বর) বাদ ফজর মসজিদ কমিটি ও মুসল্লিরা এ বিদায় অনুস্ঠানের আয়োজন করেন।
দীর্ঘ বছর দায়িত্ব পালন করায় তাকে আনুষ্ঠানিক ভাবে ফুলের মালা পড়িয়ে প্রাইভেট কার যোগে নিজ গ্রামের বাড়ি বাইশগাঁও দক্ষিণ কুল মধ্যম পাড়া মনোহরগঞ্জ, কুমিল্লা পৌঁছে দেয়া হয়।

কাপ্তাই বি এফ,আই,ডি,সি জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী জানান, অত্র মসজিদের খাদেম হিসেবে নুরুল হক দীর্ঘ ২৭বছর ন্যায়, নিষ্ঠা ও এখলাছের সহিত খেদমত করেছে। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি। এবং রব যেন তাঁর এই খেদমতকে পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। অত্র মসজিদ কমিটির সদস্য মোঃ সেকান্দর হোসেন জানান, দীর্ঘ দিন যাবত খাদেম সৎ ও ন্যায়ের সহিত খেদমত করেছে। আমরা তাকে সম্মানজনকভাবে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পেরে আনন্দিত। বাংলাদেশের সকল মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমকে অবসরে সম্মানজনকভাবে অনুষ্ঠান করে বিদায় দেয়ার জন্য সকল মসজিদ কমিটির প্রতি আহবান জানাই।

খাদেম মোঃ নুরুল হক জানান, আমি দীর্ঘ ২৭বছর যাবত বি,এফ,আই,ডি,সি জামে মসজিদে সৎ ও ন্যায়ের সহিত আল্লাহর ঘরের খাদেমের দায়িত্ব পালন করেছি। বয়স হওয়ার ফলে আমি আর দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমি নিজ হতে দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমাকে কমিটির লোকজন এবং মুসল্লীরা যে সম্মান দিয়ে নিজ বাড়িতে পৌঁছে ওেয়ার ব্যবস্থা করেছে এবং এই সম্মান কখনো ভুলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন।