কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) রাত ১১টায় কর্ণফুলী কলেজ রোড বড়ইছড়িতে ঘটনাটি ঘটেছে।
পারিবারিক কলহের জেরে মোঃ শাহীন (২৪) স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। উক্ত শাহীন বড়ইছড়ি কলেজ রোড এলাকার মোঃ শহীদুল্লাহ’র ছেলে। চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান, রাতে শাহীনকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান, পারিবারিক কলহের জেরে শাহীন স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান।