সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া জরুরি
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রেস ক্লাব এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০সেপ্টেম্বর) নিজস্ব অফিসে সংগঠনের সভাপতি আজগর আলী খান এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
সামনে কমিটির নির্বাচন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারনী ফোরামে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা হারাধন কর্মকার, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, সহ সভাপতি চাথোয়াইমং মারমা, কোষাধ্যক্ষ নুশরাত জাহান নিশু, যুগ্ন সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা, সাংগটনিক সম্পাদক সুমন খান, নির্বাহী সদস্য, উচাপ্রু মারমা, মিন্টু কান্তি নাথ সহ অন্যানরা।
রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি বলেন, রাজনৈতিক অপশক্তি, রাজনৈতিক নতুন শক্তি উত্থান দুর্নীতিবাজ চক্র, মাদক-চোরাকারবারী ও সরকারী সম্পদ লুন্ঠনকারী সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য এখনও বিপজ্জনক, তার হুমকি মোকাবিলায় সাংবাদিক সমাজের সুদৃঢ ঐক্য গড়া যেমন জরুরি। এছাড়ও সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া জরুরি। তিনি “হলুদ ও অপসাংবাদিকতা” প্রতিরোধের জন্য সাংবাদিক সমাজের প্রতি কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান। সাংবাদিকদের ঐক্য ছাড়া সমাজ, জাতি বা গোষ্ঠী ও সম্প্রদায়ের উন্নতি এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।