[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবাখাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’এর উদ্যোগে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন ও আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ‘নৈতিকতার আলো’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের হল কক্ষে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিনের সঞ্চালনায় ও স্কুলের পরিচালক মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা মুহাম্মদ আম্মারুল হক।

এতে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সভাপতি মুফতি আকরাম হোসেন ও গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মমতাজ উদ্দিন।

এতে বক্তারা বলেন, ‘নৈতিক মূল্যবোধ ও উন্নত চরিত্র মানুষের পথপ্রদর্শক এবং পরিপূর্ণ জীবনযাপনে সাহায্য করে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন। নৈতিক শিক্ষা ছাড়া একটি উন্নত দেশ ও জাতি গড়ে তোলা সম্ভব নয়, তাই সমাজে এই মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে’।

আলোচনা শেষে সেমিনারে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।