রামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানা
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে বিশেষ টাস্কফোর্সে এর অভিযানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অপরাধে সীমা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ অভিযান পরিচালনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, সোনাইপুল বাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ সহ বাজার পরিস্থিতি তদারক ও পর্যবেক্ষণ করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বিপণন ও সংরক্ষণ করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় “সীমা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিককে ৫ হাজার টাকা অর্থ দণ্ড করা হয় এবং তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়। সেইসাথে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা পরিচালনা করার জন্য মালিক পক্ষকে সতর্ক করা হয়।