রাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দূর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তার করা পৃথক ৪টি মামলায় রাঙ্গামাটি জেলা পরিষদের এক সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (৮সেপ্টেম্বর) রাঙ্গামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আহসান তারেক এ আদেশ দেন।
এতে জানা যায়, জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, কাজী আব্দুস সামাদ, এবং সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ, ঠিকাদারী প্রতিষ্ঠান সম্প্রীতি এন্টারপ্রাইজ এর মিলন তালুকদার, ঠিকাদার চিং হেন রাখাইন এবং অমলেন্দু চাকমা।
আদালত সুত্রে জানা যায়, দূর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ২০২৩ সালের ৮জুন পরোয়ানাভুক্তদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত সহ আইনী দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সোমবার আদালতের ধার্য তারিখের দিন উক্ত অভিযোগ আমলে নিয়ে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এদিকে দুদকের আইনজীবি অ্যাড. জুয়েল দেওয়ান জানিয়েছেন, জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন না করা এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে আসামীদের বিরুদ্ধে। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।