দীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ই বেংগলে ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কবাখালী ইউনিয়ন দূর্গম কৃপাপুর এলাকায় পাবলাখালী কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
মঙ্গল চাকমা বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাত ব্যথায় কষ্ট পাচ্ছি টাকার অভাবে চিকিৎসা করতে পারছিলাম না, সেনাবাহিনীর ডাক্তার এলাকায় চিকিৎসা সেবা দিতে এসেছে আমি খবর পেয়ে চিকিৎসা নিতপ আসছি। ডাক্তার দেখে ঔষধ দিয়েছে। সেনাবাহিনীর ডাক্তার অনেক ভালো, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাছি।
এসময় দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও মোঃ রাকিবুল হাসান রনি বলেন দীঘিনালা জোন কমান্ডার লে: কর্নেল মোঃ ওমর ফারুক স্যারের নির্দেশনায় দূর্গম এলাকায় মেডিকেল ক্যাপের মাধ্যমে গরীব অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।এধরণের সেবা অব্যহত থাকবে।