[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণখাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটকপ্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটক

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে ফের ভারতীয় পণ্য আটক করেছে ৩ বিজিবি। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লোগাং ইউপির গিলাতলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে লোগাং জোনের আওতাধীন গিলাতলী বিওপির টহল দল।

‎বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার মোঃ আইউবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত টহলে বের হলে সন্দেহজনকভাবে বহির্মুখী কিছু মালামাল চোখে পড়ে। পরে সেগুলো জব্দ করা হয়।

‎আটককৃত পণ্যের মধ্যে রয়েছে— সিস্টেম প্লাস ২০ বোতল, হক শাহাজাদি জর্দা ২০ প্যাকেট, ন্যাপস্যাক স্প্রে মেশিন ১টি, রসুন ২০ কেজি, জামা ৩টি, চেপা শুঁটকি ১১ কেজি, জুতা ৪ জোড়া, প্রাণ লাচ্ছি ১২ প্যাকেট, রাইচ ১০ ইসি, প্রবিন ভেট ১টি, অ্যাবাটিন ২টি এবং প্রমি ইনস্ট্যান্ট ট্রি ১টি। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪৮ হাজার ৬২৯ টাকা।

‎অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে ৩ বিজিবি কর্তৃপক্ষ জানায়— সীমান্তে যে কোনো ধরনের অনিয়ম রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।