খাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটক
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে ফের ভারতীয় পণ্য আটক করেছে ৩ বিজিবি। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লোগাং ইউপির গিলাতলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে লোগাং জোনের আওতাধীন গিলাতলী বিওপির টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার মোঃ আইউবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত টহলে বের হলে সন্দেহজনকভাবে বহির্মুখী কিছু মালামাল চোখে পড়ে। পরে সেগুলো জব্দ করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে— সিস্টেম প্লাস ২০ বোতল, হক শাহাজাদি জর্দা ২০ প্যাকেট, ন্যাপস্যাক স্প্রে মেশিন ১টি, রসুন ২০ কেজি, জামা ৩টি, চেপা শুঁটকি ১১ কেজি, জুতা ৪ জোড়া, প্রাণ লাচ্ছি ১২ প্যাকেট, রাইচ ১০ ইসি, প্রবিন ভেট ১টি, অ্যাবাটিন ২টি এবং প্রমি ইনস্ট্যান্ট ট্রি ১টি। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪৮ হাজার ৬২৯ টাকা।
অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে ৩ বিজিবি কর্তৃপক্ষ জানায়— সীমান্তে যে কোনো ধরনের অনিয়ম রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।