॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তন করার অপরাধে স্থানীয় দুই ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (৭সেপ্টেম্বর) সকালে লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ এলাকায় আদালত পরিচালনা করা হয়।
উপজেরা প্রশাসন সুত্র জানায়, সরকারি কোন প্রকার অনুমতি ছাড়াই পাহাড়/টিলা কর্তন করার অপরাধে স্থানীয় দুই ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫এর ৬(খ) ধারায় অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট জাহাঙ্গীর হোসাইন।
সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্টব্যক্তিদ্ব পাহাড়/টিলা কর্তনের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র খোতে পারেননি। পওে পরিবেশ সংরক্ষণ আইনে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে ঐ দুই ব্যক্তিকে তাৎক্ষনিক ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন পাহাড়/টিলা কর্তনের বিরুদ্ধে এধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। তিনি লংগদুবাসীকে পরিবেশ রক্ষায় এধরণের কার্যক্রম পরিহার করার জন্যও আহবান জানান।