[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবরখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি হাতে জব্দ ১৯ কোটি টাকার মালামাল, অস্ত্র-গুলিসহ আটক ২৭ জনউন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন ও সমাবেশবান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণ

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত।

শনিবার (৬সেপ্টম্বর) সকাল সাড়ে ৮টায় কবাখালী বাজার থেকে দীঘিনালা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুস র‌্যালী বের করা হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের মাঠে গিয়ে শেষ হয়।

জুলুসের র‌্যালীতে অংশ নেয় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। পরে সড়ক ও জনপদের মাঠে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আসলাম উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত মাওলানা শাহ সূফী জয়নাল আবেদীন আল কাদেরি। এ সময় প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।এতে স্বাগত বক্তব্য দেন মাওলানা শাহজাহান সিরাজ। আলোচনায় আরও অংশ নেন মাওলানা মোঃ সেলিম, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা শামসুল আলম, মাওলানা আবদুচ ছবুর আল কাদেরী, মাওলানা রাসেদুল ইসলাম ও মাওলানা আবুল বশার।

মিলাদ ও দোয়ার শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং শান্তির বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।