কাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা মূলক সভা হয়েছে। শনিবার (৬সেপ্টম্বর) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ কাপ্তাই থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামের নারী ও মেয়ে শিশুদের অন্তর্ভূক্তিমূলক শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন ইআরডি’র সিএইচটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।
কাপ্তাই থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি)। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র। এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম।
বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সিসিএইচপি’র প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, উপজেলা মহিলা আনসার কোম্পানি কমান্ডার মুন্নি আকতার, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
বক্তরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধসহ নারী শিক্ষক, বাল্যবিবাহ ও যৌতুক নিরসন এবং সমাজে নারীর অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় কাপ্তাইয়ের বিভিন্ন সমাজ কর্মী, গণমাধ্যমকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।