মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে নবাগত শিক্ষকদেও বরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ। এসময়, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানাকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। একই সাথে নবাগত আইসিটি প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ ও আরবি প্রভাষক মোঃ মাইন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে উপাধ্যক্ষ মোঃ হানিফুর রহমান, আরবি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, আব্দুল করিম, আব্দুর রহিম, বাংলা প্রভাষক মোঃ আফজাল হোসেন, ইংরেজি প্রভাষক মোঃ হোসেন আক্তার সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ফেল করা মানেই জীবনের শেষ নয় বরং নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ। তাই হাল না ছেড়ে বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ হলেও তার আগে যোগ্যতা অর্জনকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি হিংসা, লোভ ও অহংকার থেকে দূরে থেকে অন্যায়ভাবে কারো হক নষ্ট না করার আহ্বান জানান তিনি।